Monday, October 13, 2025
Homeনির্বাচনমাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপের দাবিতে মানববন্ধন

মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপের দাবিতে মানববন্ধন

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ (মাকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

মানববন্ধনে অপরাধতত্ত্ব ও পুলিশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. আক্তারুজ্জামান সাজু এবং পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী কাশিফ আহমাদসহ আরও অনেকে বক্তব্য রাখেন। বক্তারা বলেন, “দীর্ঘদিন ধরে আমরা গঠনতন্ত্র প্রণয়ন, নির্বাচনী রোডম্যাপ প্রকাশ ও অবাধ-সুষ্ঠু নির্বাচন আয়োজনের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছি। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো কোনো সুস্পষ্ট রোডম্যাপ প্রকাশ করেনি।”

তারা আরও বলেন, পূর্বঘোষিত সতর্কবার্তার ভিত্তিতে আজকের মানববন্ধন করা হয়েছে। নির্বাচনী রোডম্যাপ প্রকাশ না হলে শিগগিরই ঐতিহাসিক দরবার হলে ছাত্র সম্মেলনের আয়োজন করা হবে।#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য