Friday, August 1, 2025
Homeদূর্ঘটনামাইলস্টোনে বিমান বিধ্বস্ত, বার্ন ইনস্টিটিউট থেকে ছাড়পত্র পেল ২ শিক্ষার্থী

মাইলস্টোনে বিমান বিধ্বস্ত, বার্ন ইনস্টিটিউট থেকে ছাড়পত্র পেল ২ শিক্ষার্থী

জাতীয় বার্ন ইনস্টিটিউটে উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় আহত চিকিৎসাধীন দুই শিক্ষার্থীর অবস্থা উন্নতি হওয়ায় তাদের ছাড়পত্র দেওয়া হয়েছে। 

শনিবার (২৬ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে ইনস্টিটিউট থেকে তাদের ছাড়পত্র দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বার্নের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন। তিনি বলেন, মাইলস্টোন স্কুলে বিমান বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হওয়া দুই শিক্ষার্থীরদের মধ্যে দুই জনের অবস্থার উন্নতি হয়েছে। তাদেরকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তবে ৪ জনের অবস্থা এখনো সংকটাপন্ন বলেও উল্লেখ করেন তিনি। 

এদিকে আজ সকালে হাসপাতালটিতে চিকিৎসকধীন মৃত্যু হয় দুই জনের। এ নিয়ে বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৫ জনের (সরকারি হিসাব মতে)।  আর বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন ৪৮ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য