ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় শুক্রবার রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে এক কিশোর শ্রমিককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে ১০টার দিকে উপজেলার ভাংনামারী ইউনিয়নের লক্ষ্মীপুর দক্ষিণপাড়া থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করে পুলিশ। গৌরীপুর থানার ওসি খান আব্দুল হালিম সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত কিশোরের নাম হাসান মিয়া (১৬)। তিনি উপজেলার ভাংনামারী ইউনিয়নের লক্ষ্মীপুর দক্ষিণপাড়ার রাজু মিয়ার ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রী।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, সন্ধ্যার পর উপজেলার লক্ষ্মীপুর দক্ষিণপাড়ার কিশোর হাসান মিয়াকে কে বা বা কারা বাড়ি থেকে ডেকে নিয়ে গলা কেটে হত্যা করে রাস্তার পাশে ফেলে রেখে যায়।
পরে রাস্তার পাশে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে। মরদেহ উদ্ধার করা হয়েছে।