ভবানীপুর উপনির্বাচনে বিপুল ভোটে জয়ের পর আজ বৃহস্পতিবার শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও আরও দুই নবনির্বাচিত বিধায়ককে শপথবাক্য পাঠ করালেন রাজ্যপাল জগদীপ ধনখড়।দুপুর দুইটায় বিধানসভার অধিবেশন কক্ষে শপথ গ্রহণ অনুষ্ঠান হয়।
আগে মুখমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন মমতা। এবার নিলেন বিধায়ক হিসেবে। মমতার সঙ্গে জঙ্গিপুরের জয়ী প্রার্থী জাকির হুসেন ও শমসেরগঞ্জের জয়ী প্রার্থী আমিরুল ইসলামও শপথ নিয়েছেন বিধায়ক হিসেবে।