এক ইনজুরির কারণেই ক্যারিয়ার শেষ হওয়ার উপক্রম এনামুল হক বিজয়ের। ২০১২ সালের নভেম্বরে জাতীয় দলে অভিষেকের পর নিজের দ্বিতীয় ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খুলনায় সেঞ্চুরি করেছিলেন বিজয়।
কিন্তু শুরুর সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি এই ডানহাতি ব্যাটসম্যান। ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে ইনজুরির কারণে বাদ পড়েন তিনি। মাঝে কয়েকবার জাতীয় দলে সুযোগ পেলেও স্থায়ী হতে পারেননি।
মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে দুর্দান্ত পারফরম্যান্স করে স্বরূপে ফিরতে চান এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান।
এনামুল হক বিজয় বলেন, ব্যক্তিগত লক্ষ্য মন খুলে খেলা। যেভাবে খেলতে পছন্দ করি, নিজের মতো করে খেলতে চাই। যাতে দলকে কিছু দিতে পারি। নিজের সেরাটা দেয়ার চেষ্টা করব। অনেক দিন হল নিজেকে মেলে ধরতে পারছি না। চেষ্টা করব এ টুর্নামেন্টে প্রত্যাশিত পারফরম্যান্স করতে।
টি-টোয়েন্টি কাপে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন খুলনার হয়ে খেলবেন বিজয়। সেই দলেই রয়েছেন এক সময়ের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও দেশের অন্যতম তারকা ওপেনার ইমরুল কায়েস।
নিজেদের দল নিয়ে বিজয় বলেন, আমাদের দলে সাকিব, রিয়াদ ও ইমরুল ভাই থাকায় ভালো লাগছে। তাদের সঙ্গে থাকাটা বাড়তি আনন্দ ও অনুপ্রেরণার। আশা করি তাদের সঙ্গে খেলতে পেরে দারুণ কিছু শিখতে পারব। তাছাড়া আমাদের দলটা অন্যতম ফেভারিট।


















