Sunday, December 14, 2025
Homeদেশগ্রামমধুপুরে উপবৃত্তি চালুর দাবিতে মানববন্ধন

মধুপুরে উপবৃত্তি চালুর দাবিতে মানববন্ধন


শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাই প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুর উপজেলা স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার শিক্ষক ঐক্যজোট বেতন ভাতা ও শিক্ষার্থীদের উপবৃত্তি চালুর দাবিতে মানববন্ধন করেছে। রোববার(৫ জুন) সকালে মধুপুর উপজেলা পরিষদ চত্বরে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মধুপুর উপজেলা স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার শিক্ষক ঐক্যজোটের সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- গোবদিয়া স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার শিক্ষক আব্দুর রাজ্জাক, মাগন্তি নগরের জালাল উদ্দিন, মহিষমারার জামাল হোসেন, দড়িহাতিলের নাসির উদ্দিন, চাকন্ডের রিনা বেগম, নরকোণার বেলায়েত হোসেন, বানিয়াবাড়ী মাদ্রাসার সভাপতি আব্দুল গফুর প্রমুখ।
মানববন্ধনে মধুপুরের ত্রিশটি স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা অংশগ্রহন করে।
মানববন্ধনে তারা মাদ্রাসা জাতীয়করণ ও শিক্ষার্থীদের উপবৃত্তি চালুর দাবি জানান। পরে মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য