রাজধানীর মতিঝিলের একটি বহুতল ভবনে ফাটল দেখা গিয়েছে। ৫৩ মতিঝিল, মডার্ন ম্যানসনের ১৫ তলা ভবনের তৃতীয় তলায় এ ফাটল দেখা দেয়। গত রোববার সন্ধ্যা সাতটার দিকে ফায়ার সার্ভিস এ খবর পায়। এরপর বাহিনীটির তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার দেওয়ান আজাদ হোসেন মিডিয়াকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
রোববার রাত সাড়ে নয়টার দিকে তিনি বলেন, ফাটলের কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনাও নেই। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের বার্তায় জানানো হয়, নিয়ন্ত্রণ কক্ষে খবর আসার পর তা পরিদর্শনে গিয়ে ভবনটির তৃতীয় তলার পিলারসহ দেয়ালের বেশ কিছু জায়গা থেকে প্লাস্টার খসে পড়েছে বলে দেখা যায়। পিলারের রডও বেরিয়ে গেছে। এ অবস্থায় ভবনটিকে ঝুঁকিপূর্ণ বিবেচনায় লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বলে বার্তায় উল্লেখ করা হয়।