ভোলা জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ২২ এপ্রিল, ২০২৫ বাজার তদারকি অভিযান পরিচালনা করে ৩টি প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা আর্থিক জরিমানা করে।
সদরের সদর রোড এলাকায় লাইভ বেকারি, মিষ্টি দোকান, হোটেল রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করা হয়েছে। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, নাকে হাত দিয়ে ময়লা ধরে আবার খাবার তৈরি এবং মূল্য তালিকা না থাকার অপরাধে ৩ টি প্রতিষ্ঠানকে ১৮,০০০/- জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী, বিঝু লাইভ বেকারিকে ১০,০০০/-, স্টার লাইভ বেকারি কে ৪০০০/-, হাজী সুইটসকে ৪,০০০/- জরিমানা করা হয়েছে।
জাতীয় গোয়েন্দা সংস্থার সহকারী পরিচালক এর তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানে উপস্থিত ছিলেন ভোলা ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোসেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, ভোলা এর নিরাপদ খাদ্য কর্মকর্তা জনাব সাগর মল্লিক, স্পোর্টস অফিসার জনাব সাপাতুল ইসলাম এবং স্থানীয় মান্যগণ্য ব্যক্তিবর্গ।