ভোলা সংবাদদাতাঃ
ভোলার পরানগঞ্জে সুর্যমুখীর তেল শোধনের জন্য ফিল্টার মেশিন বিতরন করা হয়েছে।ঔই এলাকার উদ্যোক্তা মোঃ রফিকুল ইসলামের হাতে মেশিনটি তুলে দেন গ্রামীন জন উন্নয়ন সংস্থার পরিচালক (কর্মসুচি) হুমায়ুন কবীর। এসময় উপস্থিত ছিলেন, সহকারী পরিচালক কৃষিবিদ আনিসুর রহমান টিপু, এড়িয়া ইনচার্য শিল্পি রানি, শাখা ইনচার্য আবদুল হাই প্রমূখ।
পল্লীকর্ম-সহায়ক ফাউন্ডেশনের পেইজ প্রকল্পের আওতায় লবনাক্ত জমিতে উচ্চ মুল্য মানের ফসল চাষের মাধ্যমে উদ্যোগতাদের আয় বৃদ্ধি ও কর্সংস্থান সৃস্টি প্রকল্পের আওতায় গ্রামীন জন উন্নয়ন সংস্থা এ মেশিনটি বিতরন করে।