ভোলার মেঘনায় ২০ কেজির কোড়াল ধরা প‌ড়ে‌ছে

ভোলার মনপুরার মেঘনায় এক জেলের জালে ২০ কেজি ওজনের দুটি কোড়াল মাছ ধরা পড়েছে। অসময়ে মেঘনায় এত বড় কোরাল মাছ সাধারণত ধরা পড়ে না। 

শুক্রবার সকালে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নসংলগ্ন মেঘনায় সাইফুল মাঝির জালে মাছ দুটি ধরা পড়ে। পরে বেলা ১১টায় হাজিরহাট ঘাটে নিজাম হাওলাদারের মৎস্য আড়তে কেজিপ্রতি এক হাজার করে ৪০ হাজার টাকায় মাছ দুটি বিক্রি হয়। স্থানীয় মাছ ব্যবসায়ী মহিউদ্দিন কোরাল মাছ দুটি কিনে নেন। 

সাইফুল মাঝি জানান, দক্ষিণ সাকুচিয়াসংলগ্ন মেঘনায় জালে ২০ কেজি ওজনের দুটি ও ৬ কেজি ওজনের আরও চারটি কোরাল মাছ ধরা পড়ে। পরে মাছগুলো নিজাম হাওলাদারের মৎস্য আড়তে কেজি ধরে বিক্রি করা হয়। হাজিরহাট মৎস্য আড়তের মালিক নিজাম হাওলাদার জানান, অসময়ে জেলের জালে এত বড় কোরাল মাছ ধরা পড়ায় মাছগুলো দেখতে মৎস্য ঘাটে ভিড় জমে যায়। পরে ডাকের মাধ্যমে মহিউদ্দিন বেপারি এক হাজার টাকা কেজি ধরে কোরাল মাছ কিনে নেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here