Friday, November 14, 2025
Homeঅপরাধভোলার চরফ্যাশনে ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেফতার

ভোলার চরফ্যাশনে ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেফতার

ভোলার চরফ্যাশন উপজেলায় মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে উপজেলার টাউন হলের দক্ষিণ পাশে সিরাজ মিয়ার বাসার পাশ থেকে গোপন সংবাদের ভিত্তিতে এক ইউপি সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৫২ পিস ইয়াবা পাওয়া যায়। গ্রেফতারকৃত ইউপি সদস্য নোয়াব (৩৫) চরফ্যাশন উপজেলার জাহানপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত মোতাহার মিয়ার ছেলে।

চরফ্যাশন থানার এসআই মো. রাসেল জানান, মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ৫২ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। আটক ইউপি সদস্য নোয়াবের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ধারা মোতাবেক মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নং০৭। এস আই মো. রাসেল বলেন, তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে বুধবার সকালে তাকে চরফ্যাশন আদালতের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে। চরফ্যাশন থানার ওসি মনির হোসেন মিয়া বলেন, তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য