Monday, August 11, 2025
Homeনির্বাচনভোটের দিন জায়েদ খান থেকে টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন মুনমুন

ভোটের দিন জায়েদ খান থেকে টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন মুনমুন

শিল্পী সমিতির নির্বাচনে টাকার বিনিময়ে ভোট দেওয়ার বিতর্কে জড়ানোয় খুব কষ্ট পেয়েছেন বলে জানালেন আলোচিত চিত্রনায়িকা মুনমুন। ভোট পেতে মুনমুনকে দুই হাজার টাকা দিয়েছেন সাধারণ সম্পাদক পদে জয়ী জায়েদ খান, এমন অভিযোগ পরাজিত প্রার্থী নিপুণের। অভিযোগটি অস্বীকার মুনমুন জানিয়েছেন, টাকা নয় ভ্যানিটিব্যাগে মাস্ক রেখেছিলেন তিনি। দুই প্যানেলের মারামারিতে তিনি নোংরা রাজনীতির শিকার হয়েছেন বলে মন্তব্য করেছেন ‘রানী কেন ডাকাত’ খ্যাত এ চিত্রনায়িকা।

ভোটের দিন জায়েদ খান থেকে টাকা নেওয়ার অভিযোগের বিষয়ে মুনমুন পাল্টা বক্তব্য দিলেন, ‘আমার মতো একজন অভিনেত্রী চলচ্চিত্রের জন্য কমপক্ষে ১০০ কোটি টাকা আয় করে দিয়েছি। আমি নিজেকে দুই টাকার অভিনেত্রী মনে করি না। আর নির্বাচনের দিন নাকি জায়েদ খানের কাছ থেকে টাকা নিয়ে তাকে ভোট দিয়ে এসেছি! খুবই কষ্ট পেয়েছি এমন মিথ্যাচারে।’

কেন তাকে নিয়ে এমন মিথ্যাচার করা হলো প্রশ্নে এ নায়িকা বলেন, ‘আমার নামেই এক সময় ছবি তৈরি হতো। প্রধান চরিত্র আমিই ছিলাম। চলচ্চিত্রের আয়-উন্নয়নে আমার ভূমিকা আছে এবং আমি তা বলার অধিকার রাখি। আর এখন আমরা নেই। এফডিসি এক কোটি টাকা আয় করতে পারে কি না সন্দেহ আছে। সেই আয় আর নেই। এ কারণেই গদির ওপর এখন সবার নজর। অভিনয়ে নয়, এফডিসির গদির জন্য মরিয়া অভিনেতারা। অভিনয় করে তো আর অভিনেতারা টাকা আয় করতে পারছেন না, তাই গদি নিয়ে মারামারি-কাড়াকাড়ি করছে। হয়তো হিংসা করেই এমন কুৎসা রটাচ্ছেন।’

এ বিষয়ে একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যেখানে দেখা গেছে, এফডিসিতে মুনমুনের হাত ধরে আছেন জায়েদ, আর নিজের ভ্যানিটিব্যাগে কিছু একটা রাখছেন মুনমুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য