Wednesday, October 15, 2025
Homeআন্তর্জাতিকভিয়েতনামে শক্তিশালী ঘূর্ণিঝড় ৩৯ প্রাণহানি

ভিয়েতনামে শক্তিশালী ঘূর্ণিঝড় ৩৯ প্রাণহানি

ভিয়েতনামের মধ্য এবং মধ্য পার্বত্য অঞ্চলে বুধবার শক্তিশালী ঘূর্ণিঝড় মোলাভির আঘাতে কমপক্ষে ৩৯ জনের প্রাণহানি ঘটেছে।এতে এখন পর্যন্ত ৪৪ জন নিখোঁজ রয়েছে।  খবর চায়না ডেইলির। দেশটির সেন্ট্রাল স্টিয়ারিং কমিটি ফর ন্যাচারাল ডিজাস্টার প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল এ কথা জানিয়েছে।

ভিয়েতনামের কুয়াং নাম, এনগি অ্যান, ডাক লাক ও গিয়া লাই প্রদেশে এসব প্রাণহানি ঘটে। এদিকে নিখোঁজদের অধিকাংশ কুয়াং নাম ও বিন দিন প্রদেশের বাসিন্দা। কুয়াং নাম ও কুয়াং এনগি প্রদেশের ২৬টি এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। এ বছরের প্রথম ১০ মাসে ভিয়েতনামে প্রাকৃতিক দুর্যোগে প্রধানত ভূমিধস, বন্যা এবং শিলাবৃষ্টিজনিত কারণে ৩৩৫ জনের মৃত্যু হয়েছে বা নিখোঁজ রয়েছে। এছাড়া এ সময়ের মধ্যে দেশটিতে ঘটা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ৯১ কোটি ৩০ লাখ ডলারের ক্ষতি হয়েছে বলে দেশটির কর্তৃপক্ষের দাবি।

messenger sharing button
twitter sharing button
pinterest sharing button
linkedin sharing button

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য