Monday, August 11, 2025
Homeআন্তর্জাতিকভারী বৃষ্টিতে হংকংয়ের রাস্তা পানিতে পরিপূর্ন

ভারী বৃষ্টিতে হংকংয়ের রাস্তা পানিতে পরিপূর্ন

কোথাও ধস নেমে রাস্তা বন্ধ, আবার কোথায়ও আবার সেই রাস্তা নিমিষেই নিশ্চিহ্ন হয়ে গেছে।ব্যাপক বর্ষায় ভেসে গেছে বহু রাস্তাঘাট, ঘরবাড়ী, শপিংমল। চারিদিকে মানুষের অসহায়ত্তের ছবি। চীনের হংকং এর শহরের দৃশ্য। অনেক রাস্তার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। দেখলে রাস্তাকে মনে হয় নদী।

গতকাল বৃহস্পতিবার রাতে এক ঘন্টা বৃষ্টি হয়, সেই বৃষ্টিতে ভেসে গেছে হংকং। হংকং এর আবহাওয়া অফিস জানায় বৃহিস্পতিবার ১১ টা হতে বৃষ্টিপাত শুরু হয়, বৃষ্টির গড় পরিমান ছিল ১৫৮.১ মিলিমিটার। আবহাওয়া অফিস আরও জানায় ১৮৮৪ সালের পর থেকে সে শহরে এ রকম তুমুল বৃষ্টিপাত হয়নি।

গত বছরে সেভাবে খারী ঝড়বৃষ্টির মুখ দেখেননি হংকংয়ের মানুষ। তাই বৃষ্টির খবরে হংকংয়ের মানুষর মধ্যে খুশির হাওয়া বয়ে গিয়েছিল। কিন্তু সেই বৃষ্টি যে তাদের ঘড়বাড়ী ভাসিয়ে দেবে, তেমনটা তারা কল্পনাও করেননি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য