Wednesday, July 2, 2025
Homeআন্তর্জাতিকভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ আজ বাংলাদেশ সফরে আসছেন

ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ আজ বাংলাদেশ সফরে আসছেন

রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের আমন্ত্রণে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ আজ বাংলাদেশ সফরে আসছেন। বিজয়ের সুবর্ণজয়ন্তী উদ্যাপনে যোগ দিতে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তিন দিনের রাষ্ট্রীয় সফর। এ রাষ্ট্রীয় সফরে ফার্স্ট লেডি এবং ভারতের রাষ্ট্রপতির কন্যা, ভারতের শিক্ষা প্রতিমন্ত্রী, দুইজন সংসদ সদস্য, পররাষ্ট্র সচিবসহ বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা তার সঙ্গী হিসাবে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।রাষ্ট্রপতি হিসাবে এটি তার প্রথম বাংলাদেশ সফর। মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিজয়ের সুবর্ণজয়ন্তী, মুজিববর্ষের সমাপনী এবং বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে ভারতের রাষ্ট্রপতির সফরের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

বিজয়ের সুবর্ণজয়ন্তীর বিভিন্ন আয়োজনে অংশ নেওয়া মূল লক্ষ্য হলেও দ্বিপক্ষীয় সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা হবে। ভারতের রাষ্ট্রপতি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময়ে ব্যবহৃত একটি টি-৫৫ ট্যাঙ্ক এবং একটি মিগ-২৯ যুদ্ধবিমান বাংলাদেশ জাতীয় জাদুঘরে সংরক্ষণ এবং প্রদর্শনের জন্য উপহার হিসাবে প্রদান করবেন। রামনাথ কোবিন্দরের সফরকালে দুই দেশের মধ্যে বিদ্যমান বিভিন্ন ইস্যুতে আলোচনা হবে। যদিও এই সফরে দুদেশের মধ্যে কোনো চুক্তি কিংবা সমঝোতা স্মারক সই হবে না। এদিকে ভারতের রাষ্ট্রপতির আগমন উপলক্ষ্যে রাজধানী ঢাকার প্রধান প্রধান সড়কে বাংলাদেশ ও ভারতের পতাকা দিয়ে মনোরমভাবে সাজানো হয়েছে। জোরালো নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য