বরিশালে কঠোর লকডাউনের ফাঁকা মহাসড়কে মাহিন্দ্রাযাত্রী এক নারীর শ্লীলতাহানি চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত চালক আল আমিনকে আটক করেছে পুলিশ।আটক চালক আল-আমিন মৃধা (৩০) বরিশাল নগরীর কাশিপুর ইউনিয়নের বিহঙ্গল ৫ নম্বর ওয়ার্ডের কালাম মৃধার ছেলে।
বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের বাসিন্দা ভুক্তভোগী নারী জানান, বাবুগঞ্জ থেকে বুধবার দুপুরে বরিশাল নগরীর নতুন বাজারের উদ্দেশে মাহিন্দ্রা গাড়িতে রওয়ানা দেন তিনি। গাড়িটি বরিশাল-ঢাকা মহাসড়কের চাঁদপাশার তালতলা নামক স্থানে পৌঁছালে ফাঁকা সড়কে মাহিন্দ্রা থামিয়ে চারদিকে পর্দা টেনে ভিতরে ঢুকে চালক আল-আমিন তাকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় তার সঙ্গে থাকা দুই শিশু সন্তানকে গাড়ি থেকে বের করে দেওয়া হয়। ডাক-চিৎকারে অভিযুক্ত পালিয়ে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল বিমানবন্দর থানা পুলিশে খবর দেয়। পরে অভিযুক্তের এলাকা বরিশাল নগরীর কাশিপুরে স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় তাকে আটক করেন এএসআই কামাল।