Monday, August 11, 2025
Homeদেশগ্রামবেতাগী থেকে ঢাকা আসার পথে লঞ্চে এক যাত্রীর মৃত্যু

বেতাগী থেকে ঢাকা আসার পথে লঞ্চে এক যাত্রীর মৃত্যু

বুধবার বরগুনার বেতাগী থেকে ঢাকা আসার পথে রাত ১২ টার দিকে ঢাকাগামী শাহরুখ-২ লঞ্চে এক যাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃত ওই যাত্রীর সঙ্গে কোন স্বজন না থাকায় তার পরিচয় পাওয়া যায়নি।তবে তা পকেটে তিনটি ডেকের টিকিট পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শী এক যাত্রী জানান, লঞ্চের ডেকে (মেঝেতে) হঠাৎ অনেক লোক জড় হতে দেখতে পাই। সামনে এগিয়ে গেলে দেখি একজন মধ্যবয়সি লোক মারা গেছেন। পাশে লোকজনের ভিড়।

পাশে থাকা যাত্রীরা বলছিলেন, লোকটি বসা অবস্থায় ছিলেন, হঠাৎ তিনি মেঝেতে শুয়ে পড়েন। কিছুক্ষণ পর লোকজন ভিড় করলে লঞ্চ কর্তৃপক্ষ এসে জানায় লোকটি মারা গেছেন। শহরুখ-২ লঞ্চের ইনচার্জ মো. শরিফ জানান, বরগুনা থেকে ঢাকা আসতে ৮টি ঘাটে যাত্রী তুলতে লঞ্চ থামানো হয়। কোন ঘাট থেকে লোকটি উঠেছে তা এখনো নিশ্চত না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষেের সঙ্গে কথা বলে ঢাকা থেকে বরগুনাগামী রয়েল ক্রুস-২ লঞ্চে অজ্ঞাত লাশটি হস্তান্তর করেন শহরুখ-২ লঞ্চের কর্মকর্তরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য