Tuesday, August 12, 2025
Homeদূর্ঘটনাবীরগঞ্জে ট্রাকচাপায় ৩ ছাত্র নিহত, ফিরছিল স্কুলে ভর্তি হয়ে

বীরগঞ্জে ট্রাকচাপায় ৩ ছাত্র নিহত, ফিরছিল স্কুলে ভর্তি হয়ে

দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ট্রাকচাপায় তিন স্কুলছাত্র নিহত হয়েছে। রবিবার দুপুর ২টায় দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের বীরগঞ্জ উপজেলার মাকড়াই কমরপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত তিন ছাত্র হলো বীরগঞ্জ উপজেলার সুজালপুর স্লুইসগেট এলাকার বাসিন্দা শুকুর আলীর ছেলে মোজাহিদ (১৪), জাহাঙ্গীর আলমের ছেলে শাহরিয়ার শুভ (১৫) ও আফসার আলীর ছেলে শাহাদাত হোসেন (১৫)।
আজ দুপুরে উপজেলার কবি কাজী নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ে মোজাহিদ অষ্টম, শাহরিয়ার ও শাহাদাত নবম শ্রেণিতে ভর্তি হয়েছে।
বীরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা জানান, দুপুরে কবি কাজী নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ে ভর্তি হয়ে শাহরিয়ারের বাবার মোটরসাইকেলে তিনজন বাড়ি ফিরছিল। পথে একটি মাইক্রোবাসকে সাইড দিয়ে গিয়ে পণ্যবাহী একটি টাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে মোজাহিদ ও শাহাদাতের মৃত্যু হয়। স্থানীয়রা আহত শাহরিয়ারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য