ইংল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেতে স্বস্তির জয় পেয়েছে বাংলাদেশ। সেই জয়ের প্রধান নায়ক সাকিব আল হাসান। প্রথম বাংলাদেশী হিসেবে এই ম্যাচেই ওয়ানডেতে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন সাকিব।
সোমবার চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে এই মাইলফলক ছোঁয়া থেকে চার উইকেট দূরে ছিলেন বাঁ-হাতি অলরাউন্ডার সাকিব। ইংল্যান্ডের দুই ওপেনার জেসন রয় ও ফিলিপ সল্ট ছাড়াও ভিন্স এবং রেহানের উইকেট নিয়ে তিনি ৩০০ ক্লাবের সদস্য হন। সেই সঙ্গে ওয়ানডে ইতিহাসের মাত্র ১৪তম ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়েছেন সাকিব। আর তার এই অর্জনে সম্মান জানাতে আগে থেকেই ক্রেস্ট বানিয়ে প্রস্তুত ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। কিন্তু ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তা গ্রহণ করতে অস্বীকার করেন সাকিব।
বিসিবি সাকিবকে সম্মান জানাতে আগে থেকেই ক্রেস্ট বানিয়ে প্রস্তুত ছিল। কিন্তু পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ক্রেস্ট নিতে অস্বীকার করেন সাকিব। তিনি নামও ঘোষণা করতে নিষেধ করেন। সেই সময় তাকে বেশ রাগান্বিতও দেখা যায়। একটি সূত্র(নাম প্রকাশে অনিচ্ছুক)নিশ্চিত করেছে যে, ‘ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাকিব স্পষ্ট করেই জানিয়ে দিয়েছেন, তিনি এই সম্মাননা নেবেন না। বিসিবির একটি সূত্র জানিয়েছে, এই সম্মাননা ক্রেস্টটি তাকে হয়তো পরে দেওয়া হবে। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে- যা তিনি তাৎক্ষণিকভাবে নেননি তা তিনি পরে নেবেন কি-না!