Friday, November 14, 2025
Homeআইন-আদালতবিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্ক ধর্ষণ নয়-আদালত

বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্ক ধর্ষণ নয়-আদালত

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে উভয়ের সম্মতিতে যদি শারীরিক সম্পর্ক করা হয় এবং পরে বিয়ে করা না হলে ওই ঘটনা ধর্ষণ হিসেবে বিবেচিত হবে না বলে রায় দিয়েছেন ভারতের ঊড়িষ্যার আদালত। 
এরই পরিপেক্ষিতে ভুবনেশ্বরের এক ব্যক্তির বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা করা হলে হাইকোর্ট তা খারিজ করে দেন। খবর এনডিটিভির।
ওই মামলার নথি থেকে জানা গেছে, এক নারীর সঙ্গে তার স্বামীর বনিবনা হচ্ছিল না। এ কারণে তার বন্ধু তাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। পরে তাকে বিয়ে না করতে চাওয়ায় তার বন্ধুর বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন। 
তবে বিচারপতি আরকে পাটানিক অভিযুক্তের বিরুদ্ধে প্রতারণার বিষয়টি খতিয়ে দেখতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন।
সুপ্রিমকোর্টের নির্দেশনায় বলা হয়েছে, বিয়ের প্রতিশ্রুতি অনুযায়ী দুজন নারী-পুরুষ যখন শারীরিক সম্পর্কে লিপ্ত হয় এবং পরে তাদের মধ্যে বিয়ে না হলে এটাকে ধর্ষণ বলা যাবে না। বরং এটাকে প্রতিশ্রুতি ভঙ্গ বলা যেতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য