Saturday, August 2, 2025
Homeঅপরাধবিয়ের ঘটকে খুন করে গ্রেফতার হলেন যুবক

বিয়ের ঘটকে খুন করে গ্রেফতার হলেন যুবক


শফিকুজ্জামান খান মোস্তফা , টাঙ্গাইলঃ

স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ায় বিয়ের ঘটকে কুপিয়ে হত্যা করে গ্রেফতার হলেন এক যুবক। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দিগড় ইউনিয়নে এঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইলের ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম সরকার। 
তিনি জানান, বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিকালে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেন একই উপজেলার শহীদুল ইসলামের ছেলে আলমাস।
আলমাসের প্রতিবেশিরা জানায়, নিহত জলিল ও আলমাসের বাস একই গ্রামে। নিহত জলিল মাইধারচালা বাজারে সাজ্জাদ ইলেকট্রনিক্সের দোকানের একজন কর্মচারী ছিলেন। পাশাপশি বিয়ের ঘটকালির কাজও করতে তিনি।
আলমাস প্রায় চার বছর আগে উপজেলার রসুলপুর ইউনিয়নের রত্নাআটা গ্রামের ডলি আক্তারকে বিয়ে করেন। তাদের দুই বছর বয়সি কন্যা সন্তান রয়েছে। ওই বিয়ের ঘটক ছিলেন জলিল। বিয়ের পর থেকে সংসারে অশান্তি লেগে থাকত। বছর খানেক আগে শিশুসন্তান রেখে ডলি তার বাবার বাড়ি চলে যান। মেয়ের মুখের দিকে তাকিয়ে স্ত্রীকে ফিরিয়ে আনতে চান আলমাস। এ জন্য ঘটক জলিলকে বারবার অনুরোধ করেন তিনি। 
আলমাসের রাগ-ক্ষোভ ছিল জলিলের উপর। বিকেলে আলমাসের দাদি রাহাতন বেওয়ার সঙ্গে ঘরের ভেতর চেয়ারে বসে কথা বলছিলেন জলিল। জলিলকে দেখে অন্যঘর থেকে দা বের করে মাথায় ও ঘাড়ে দুটা কোপ দেন আলমাস।এতে ঘটনাস্থলে মারা যান জলিল। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য