Thursday, May 8, 2025
Homeখেলাধুলাবিপিএলের টিকিটমূল্য প্রকাশ, কোথায় ও কীভাবে পাবেন

বিপিএলের টিকিটমূল্য প্রকাশ, কোথায় ও কীভাবে পাবেন

বিপিএল শুরু হতে আর ২৪ ঘন্টার একটু বেশি সময় বাকি। আজ সকাল থেকেই মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এলাকায় টিকেটের জন্য ভীড় দেখা যায়। টিকিট নিয়ে দর্শকদের একটা অংশকে স্টেডিয়ামের মূল ফটকে বিক্ষোভ করতেও দেখা যায়। এরপরই টিকিটের মূল্য প্রকাশ করেছে বিসিবি। একইসঙ্গে টিকিট কেনার উপায় এবং স্থানও জানানো হয়েছে। 

আজ (রোববার) বেলা ১২টায় এক বিবৃতিতে টিকিট ক্রয় সংক্রান্ত তথ্য জানিয়েছে বিসিবি। সরাসরি ও অনলাইন দুই মাধ্যমেই বিপিএলের টিকিট সংগ্রহ করা যাবে। আজ বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এবং আগামীকাল সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সরাসরি টিকিট কেনা যাবে।

জানা গেছে, টিকিট বিক্রির পুরো দায়িত্ব দেওয়া হয়েছে মধুমতী ব্যাংককে। তাদের ৭টি শাখায় বিক্রি হবে টিকিট। টিকেট মিলবে স্টেডিয়ামের ১নং গেটের পাশের বুথে। সরাসরি টিকিট নিচের মধুমতি ব্যাংক পিএলসি শাখাগুলোর মাধ্যমে পাওয়া যাবে :  
মিরপুর শাখা (মিরপুর ১১), মতিঝিল শাখা (ঢাকা চেম্বার বিল্ডিং),  উত্তরা শাখা (জহির উদ্দিন রোড), গুলশান শাখা (গুলশান ১ ও ২ এর মাঝখানে), ধানমন্ডি শাখা (পুরনো রোড ২৭), কামরাঙ্গিরচর শাখা, ভিআইপি রোড শাখা (পল্টন স্কাউট বিল্ডিং)।

অন্যদিকে, অনলাইনে টিকিট নেওয়া যাবে অফিসিয়াল এই ওয়েবসাইট থেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য