Saturday, August 2, 2025
Homeবাংলাদেশবিএনপি রাস্তাঘাট বন্ধ করলে আইন-শৃঙ্খলা বাহিনী বসে থাকবে না

বিএনপি রাস্তাঘাট বন্ধ করলে আইন-শৃঙ্খলা বাহিনী বসে থাকবে না


স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘বিএনপি নিয়মতান্ত্রিক মিটিং, সভা, প্রচার করলে এগুলোতে আমাদের কোনো আপত্তি নেই। যখনই প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, রাস্তাঘাট বন্ধ করার চেষ্টা করবে, জানমালের ওপর আঘাত করবে, সেখানে আমাদের নিরাপত্তা বাহিনী চুপচাপ বসে থাকবে না, তাদের কাজও তারা করবে।’
আজ রবিবার (৩১ জুলাই) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে জাতীয় শোক দিবস উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিএনপি একটি রাজনৈতিক দল। তাদের রাজনৈতিক কৌশল রয়েছে। রাজনৈতিক কৌশলে তারা নির্বাচনে যাবে কি যাবে না, এটা তাদের বিষয়। কিন্তু তারা রাস্তাঘাট বন্ধ করবে, জানমালের ক্ষতি করবে, এটা আমরা করতে দেব না। তারা প্রেস ক্লাবের সামনে রোজ মিটিং করছে, এতে আমরা বাধা দিচ্ছি না।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য