Tuesday, October 14, 2025
Homeরাজনীতিবিএনপির কেন্দ্রীয় অফিসের সামনে কড়া ব্যবস্থা, বসাচ্ছে সিসি ক্যামেরা, কার্যালয়ে প্রবেশ নিষেধ

বিএনপির কেন্দ্রীয় অফিসের সামনে কড়া ব্যবস্থা, বসাচ্ছে সিসি ক্যামেরা, কার্যালয়ে প্রবেশ নিষেধ

পুলিশের সঙ্গে সংঘর্ষের জেরে আজ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে আইনশৃংখলা বাহিনীর পক্ষ থেকে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নাইটেঙ্গেল মোড় থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে বিএনপির কোনো নেতাকর্মীকে কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করতে দেওয়া হয়নি। কেন্দ্রীয় কার্যালয়ের মূল ফটকে তালা মারা।  

অপর দিকে গতকাল বিএনপি নেতাকর্মীদের সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষের পর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সিসি ক্যামেরা বসাচ্ছে ঢাকা মহানগর পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরের দিকে সিসি ক্যামেরা বসাতে দেখা গেছে। পুলিশ বলছে, গতকাল বুধবার পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনার পর নিরাপত্তা জোরদার করতে এসব সিসি ক্যামেরা বসানো হচ্ছে।

ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার বলেন, জনগণের নিরাপত্তার স্বার্থে যা করণীয়, তার সবই করবে পুলিশ।
১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির গণসমাবেশের কর্মসূচি আছে। এই গণসমাবেশ কোথায় হবে, তা নিয়ে বিতর্ক ও আলোচনার মধ্যেই গতকাল বিকালে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষে নয়াপল্টন রণক্ষেত্রে পরিণত হয়। এ ঘটনায় একজন প্রাণ হারান। কার্যালয়ে হানা দিয়ে বিএনপির মধ্যসারির বেশ কয়েকজন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

সকাল থেকে কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে গণমাধ্যমকর্মীদের প্রবেশের সুযোগ দেওয়া হলেও বেলা সোয়া দুইটা থেকে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বেলা পৌনে দুইটায় সরেজমিনে দেখা যায়, নয়াপল্টন কার্যালয়ে যাওয়ার পথে নাইটিঙ্গেল মোড়ে দেওয়া ব্যারিকেডের সামনেই সাংবাদিকদের আটকে দেওয়া হচ্ছে। পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, নয়াপল্টন এলাকাকে ‘ক্রাইম জোন’ হিসাবে চিহ্নিত করা হয়েছে। এ জন্য কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। সকাল থেকে যারা নাইটিঙ্গেল মোড়ে দেওয়া ব্যারিকেডের ভেতরে অবস্থান করছিলেন তাদের বাইরে চলে যেতে অনুরোধ জানান পুলিশের যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘আমার কথা বলা শেষ হলে আপনারা (সাংবাদিকেরা) বাইরে চলে যাবেন। বাইরে আপনাদের যেখানে কমফোর্ট হয়, সেখানে দাঁড়ানোর ব্যবস্থা করব। আমাদের অভিযান এখনো শেষ হয়নি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য