বাগেরহাট সংবাদদাতাঃ
ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী রেদয়ানউল ইসলাম রিদু (৩৮) নিহত হয়েছেন। আজ শনিবার সকাল ৬টার দিকে বাগেরহাটের যাত্রপুর ইউনিয়নের কুলিয়া দাইড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রেদয়ানউল ইসলাম রিদু বাগেরহাট জেলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।