Wednesday, August 27, 2025
Homeখেলাধুলাবাংলা বাজার দাখিল মাদ্রাসার আন্ত: ক্লাস ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত

বাংলা বাজার দাখিল মাদ্রাসার আন্ত: ক্লাস ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত

লালমোহন (ভোলা) প্রতিনিধি:
প্রতি বছরের ন্যায় ভোলার লালমোহনের এতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বাংলা বাজার মাহমুদিয়া দাখিল মাদ্রাসার আন্ত: ক্লাস ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে মাদ্রাসার মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ৬ষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত আন্ত:ক্লাস ফুটবল প্রতিযোগিতায় সর্বশেষ দশম শ্রেণি ও অষ্টম শ্রেণি ফাইনাল খেলায় অংশগ্রহণ করে। সোমবার ফাইনাল খেলায় দশম শ্রেণি এক গোল প্রদান করলেও অষ্টম শ্রেণি কোন গোল প্রদান করতে পারেনি। ফলে দশম শ্রেণি  এক গোলের ব্যবধানে জয়লাভ করে এবং অষ্টম শ্রেণি রানার্সআপ হয়।

খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলকে পুরস্কার প্রদান করা হয়। খেলা পরিচালনা করেন সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা মো. জাহিদুল ইসলাম। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসার সুপার মাওলানা মো, মতিউল ইসলাম, সহ-সুপার মাওলানা মো. ছালেহ উদ্দিন, শিক্ষক মাওলানা এরশাদ উল্যাহ, মাহবুবুর রহমান, মাওলানা হেলাল উদ্দিন, আল এমরান, মো. হেলাল উদ্দিন, আবু তাহের, ফরিদা ইয়াসমিন, আনোয়ার হোসেন, রিয়াদ উদ্দিনসহ বিভিন্ন অভিভাবক, দর্শকমণ্ডলী ও শিক্ষার্থীবৃন্দ।  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য