Thursday, August 28, 2025
Homeআইন-আদালতবাংলাদেশ সচিবালয়ে নতুন ৭ নির্দেশনা, অপ্রিতিকর পরিস্থিতি রোধে নিরাপত্তা জোরদার

বাংলাদেশ সচিবালয়ে নতুন ৭ নির্দেশনা, অপ্রিতিকর পরিস্থিতি রোধে নিরাপত্তা জোরদার

বাংলাদেশ সচিবালয়ের অভ্যন্তরে নিরাপত্তা জোরদার ও শৃঙ্খলা নিশ্চিত করতে সাত দফা নতুন নির্দেশনা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দেশের প্রশাসনের প্রাণকেন্দ্র হিসেবে সচিবালয়ের প্রতিটি ভবন ও প্রাঙ্গণে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা কার্যকর রাখার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) জননিরাপত্তা বিভাগের যুগ্ম মহাসচিব মো. জসীম উদ্দিন স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয, ১. সচিবালয়ের ভেতরে কোনো ধরনের মিছিল, সমাবেশ বা গণজমায়েত সম্পূর্ণ নিষিদ্ধ। ২. অননুমোদিত সভা, পেশাগত সংগঠন বা সমিতির বৈঠক, সম্মেলন ও সমাবেশ করা যাবে না। ৩. সন্ধ্যা ৬টার পর জরুরি দাপ্তরিক প্রয়োজনে সচিবালয়ে অবস্থান করলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করতে হবে। ৪. সাপ্তাহিক বা অন্যান্য ছুটির দিনে দাপ্তরিক প্রয়োজনে অবস্থান করতে হলে পূর্বানুমতি নিতে হবে। ৫. কর্মকর্তা ও কর্মচারীদের সচিবালয় প্রবেশ পাস দৃশ্যমান রাখতে হবে। ৬. ভবন বা প্রাঙ্গণে কোনো ধরনের লিফলেট বিতরণ, ব্যানার বা ফেস্টুন ঝোলানো নিষিদ্ধ। ৭. সচিবালয়ে প্রবেশের সময় গাড়ি ও ব্যক্তির নিরাপত্তা তল্লাশি নিশ্চিত করবে দায়িত্বরত নিরাপত্তা বাহিনী। নির্দেশনায় বলা হয়, সচিবালয়ের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় উল্লিখিত বিধিনিষেধ কঠোরভাবে মেনে চলতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য