Wednesday, October 15, 2025
Homeরাজনীতিবাংলাদেশ এখন উন্নয়নের সহাসড়কে : এমপি শাওন

বাংলাদেশ এখন উন্নয়নের সহাসড়কে : এমপি শাওন

জাহিদুল ইসলাম দুলাল, লালমোহন (ভোলা) প্রতিনিধিঃ

বর্নাঢ্য র‌্যালী, ফিতা কাটা, বেলুন উড়ানো, উন্নয়ন বিষয়ক ভিডিও প্রদর্শন, স্টল পরিদর্শন ও আলোচনা সভার মধ্য দিয়ে ভোলার লালমোহনে উন্নয়ন মেলার উদ্ধোধন  করা হয়েছে।

লালমোহন উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ শনিবার (২৭ মার্চ) সকালে উন্নয়ন মেলা উপলক্ষে এক বর্নাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি লালমোহন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ থেকে শুরু হয়ে সজিব ওয়াজেদ জয় ডিজিটাল পার্কে গিয়ে শেষ হয়।

র‌্যালীটির নেতৃত্বে ছিলেন ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন। র‌্যালী শেষে সজিব ওয়াজেদ জয় ডিজিটাল পার্কে ফিতা কেটে, বেলুন উড়িয়ে উন্নয়ন মেলা উপলক্ষে বিভিন্ন স্টল পরিদর্শন করেন এমপি শাওন।

স্টল পরিদর্শন শেষে বাংলাদেশের এক অনন্য অর্জনে স্বল্পোন্নত দেশে থেকে উন্নয়নশীল দেশে উত্তরন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ নুরনবীর সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার আল নোমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন এমপি শাওন।

তিনি তার বক্তব্যে বলেন, শেখ হাসিনার সরকার আর বাংলাদেশের উন্নয়ন একই সূত্রে গাঁথা। শেখ হাসিনা মানে দেশের উন্নয়ন। পদ্মা সেতু থেকে শুরু করে শুধু শহর নয় দেশের তৃনমূল পর্যায়ের সকল ক্ষেত্রে বর্তমান সরকারের উন্নয়নের ছোঁয়া লেগেছে। একসময় বাংলাদেশ কে তলাবিহীন ঝুড়ির দেশ বলা হতো। যারা এসব বলেছে তারা এখন উন্নয়নের জন্য বাংলাদেশকে রোল মডেল হিসাবে চিহ্নিত করেছে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাসেলুর রহমান, লালমোহন থানার অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফকরুল আলম হাওলাদার, পৌরসভা যুবলীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলামসহ লালমোহন উপজেলা প্রশাসনের সকল সরকারী বেসরকারী কর্মকর্তা, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগের বিভিন্ন নেতাকর্মীবৃন্দ। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য