Thursday, January 15, 2026
Homeবাংলাদেশবাংলাদেশে করোনায় আরও ১৫ জনের মৃত্যু, শনাক্ত ১৫২৭

বাংলাদেশে করোনায় আরও ১৫ জনের মৃত্যু, শনাক্ত ১৫২৭

নিজস্ব প্রতিনিধিঃ

দেশে করোনাভাইরাসে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছেন ১ হাজার ৫২৭ জন। করোনার সবশেষ পরিস্থিতি নিয়ে শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন করে ১৫ জনের মৃত্যু নিয়ে এ পর্যন্ত বৈশ্বিক মহামারীতে দেশে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৫ হাজার ৬২৩ জনে। আর আক্রান্ত বেড়ে দাঁড়াল ৩ লাখ ৮৬ হাজার ৮৬ জনে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে– গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৫৭৭ নতুন পরীক্ষা করা হয়েছে।আক্রান্তদের মধ্যে নতুন করে ১ হাজার ৫০৯ জন সুস্থ হয়ে উঠেছেন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৭৩৮ জন। দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে। গত বছরের ডিসেম্বরে চীনে করোনাভাইরাসের উপদ্রব শুরু হয়। এটি বর্তমানে বিশ্বের ২১৩ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। ১১ মার্চ কোভিড ১৯-কে বৈশ্বিক মহামারী ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য