Sunday, August 10, 2025
Homeখেলাধুলাবাংলাদেশকে শুভকামনা জানাল আর্জেন্টিনা

বাংলাদেশকে শুভকামনা জানাল আর্জেন্টিনা

ভালোবাসার প্রতিদান ভালোবাসাতেই দিয়ে যাচ্ছে আর্জেন্টিনা। আর্জেন্টাইনাদের জানপ্রাণ সব ফুটবলে মগ্ন। বাংলাদেশ মগ্ন ক্রিকেটে। ফুটবলে আর্জেন্টিনাকেই অকুণ্ঠ সমর্থন দেয় কোটি বাংলাদেশি।

এখন বাংলাদেশের ক্রিকেটকে সমর্থন দিচ্ছে আর্জেন্টিনা। চলতি ওয়ানডে বিশ্বকাপ উপলক্ষে টাইগারদের শুভকামনা জানিয়েছে, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন।

এই ভালোবাসা আদান-প্রদানের সূচনা হয়েছিল কাতার ফুটবল বিশ্বকাপে। আর্জেন্টিনার মেসি বাহিনীর ফুটবল বিশ্বকাপ জয়ের সময়টাতেই মূলত বাংলাদেশিদের আর্জেন্টিনা প্রেমের মহাকাব্য পৌঁছে যায় মেসিদের দোরগোড়ায়। আসতে থাকা পাল্টা ভালোবাসার বার্তা।
আর্জেন্টাইনরা খুঁজে বের করে বাংলাদেশিদের প্রিয় খেলা ক্রিকেটকে। ভালোবাসার পাল্টা স্রোত তারা পাঠায় ক্রিকেট সমর্থন দিয়ে।

ফুটবল বিশ্বকাপ জয়ের উন্মাদনা কমলেও বাংলাদেশকে মনে রেখেছে আর্জেন্টিনা।

তাইতো ক্রিকেট বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার আগেই আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অফিশিয়াল ফেসবুক পেজের পোস্টে সাকিব আল হাসানের দলকে শুভকামনা জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য