চলতি মাসে ভারতের মুম্বাইয়ে শুটিং শুরু হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘বঙ্গবন্ধু’। চূড়ান্ত হওয়া অভিনয়শিল্পীদের অনেকে লম্বা সময়ের জন্য মুম্বাই যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এরই মধ্যে জানা গেল, ছবিতে বঙ্গবন্ধুর বাবা শেখ লুৎফর রহমানের ৪০ বছর বয়সের পরের চরিত্রে অভিনয় করবেন চঞ্চল চৌধুরী। বঙ্গবন্ধুর বাবার চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে গর্বিত চঞ্চল।
চঞ্চল জানালেন, ‘“বঙ্গবন্ধু” বায়োপিকে অভিনয়ের সুযোগ পাওয়ার মধ্য দিয়ে ইতিহাসের অংশ হলাম। একজন অভিনয়শিল্পীর জীবনে এর চেয়ে বিরাট সৌভাগ্য আর কী হতে পারে!’
মাসখানেক আগে চঞ্চল চৌধুরীকে জানানো হয়, শেখ লুৎফর রহমানের চরিত্রে অভিনয়ের জন্য তাঁকে চূড়ান্ত করা হয়েছে। যখন থেকে এই চরিত্রে অভিনয়ের জন্য নিজের নামটি জানতে পারেন, তখন থেকেই মানসিকভাবে প্রস্তুত হতে থাকেন তিনি। শুটিংয়ে অংশ নিতে সপ্তাহখানেকের মধ্যে মুম্বাইয়ের বিমান ধরবেন বলেও জানালেন চঞ্চল।