নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় কর্মী সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় মঞ্চেই জাতীয় পার্টির নেতা মশিয়ার রহমানের (৬২) মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বড়ভিটা ইউনিয়ন জাতীয় পার্টির কর্মী সম্মেলনের স্টেজে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বড়ভিটা বাজারসংলগ্ন চেয়ারম্যানের চাতালে ইউনিয়ন জাতীয় পার্টির মতবিনিময় ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
ওই সম্মেলনে উত্তেজিত হয়ে বক্তব্য দেয়ার সময় তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে স্টেজে ঢলে পড়েন। সেখান থেকে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বড়ভিটা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ও ইউপি চেয়ারম্যান ফজলার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার পারিবারিক করবস্থানে মশিয়ার রহমানের মরদেহ দাফন করা হয়েছে। মৃত মশিয়ার রহমান উপজেলার বড়ভিটা কাছারীপাড়া গ্রামের মৃত আসান উদ্দিন সরকারের ছেলে ও জাতীয় পার্টির বড়ভিটা ইউনিয়ন আহ্বায়ক কমিটির সদস্য।