Wednesday, October 15, 2025
Homeদেশগ্রামফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৫

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৫

আজ শনিবার সকাল সাড়ে ৭টার সময়ে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আধিপত্য বিস্তার কেন্দ্র করে ভাঙ্গার ঘারুয়া ইউনিয়নের গঙ্গাধরদী গ্রামেগ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। এ সময় বেশ কিছু বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। 

এলাকাবাসীসূত্রে জানা যায়, আধিপত্য বিস্তার কেন্দ্র করে স্থানীয় মতিয়ার রহমান ও সাজাহান শেখের সমর্থকদের মধ্যে দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উভয়পক্ষের লোকজনের বেশ কিছু বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাট করা হয়। সংঘর্ষে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। ভাঙ্গা থানার ওসি (তদন্ত) মো. হানিফ সরকার জানান, সংঘর্ষ থামাতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।   

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য