Tuesday, October 14, 2025
Homeদেশগ্রামপ্রেমের টানে পালাতে গিয়ে ট্রাক চাপায় প্রেমিক-প্রেমিকার মৃত্যু

প্রেমের টানে পালাতে গিয়ে ট্রাক চাপায় প্রেমিক-প্রেমিকার মৃত্যু

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। তারা রাতের আঁধারে বাড়ি থেকে পালিয়ে বিয়ে করতে যাচ্ছিল। তাদের সহযোগিতা করতে মোটরসাইকেলে আরেক বন্ধু ছিল। তিনিও দুর্ঘটনায় মারা গেছেন। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে টাঙ্গাইল- আরিচার মহাসড়কের দাশতার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। নিহতরা হলেন- সদর উপজেলার কাকমারা এলাকার আবদুল মান্নানের মেয়ে মমতা (১৫), সে বিবেকানন্দ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষাথী। শুভ আক্তার সানি (১৮) দেলদুয়ার উপজেলার জাঙ্গালিয়া গ্রামের আবদুল বারেকের ছেলে ও বন্ধু বাপ্পি (২২) করটিয়া বাইপাস এলাকার মোস্তফার ছেলে। তিনি জানান, মোটরসাইকেলে নাগরপুরের ডুবুরিয়া গ্রামের নানাবাড়ি থেকে পালিয়ে দুই কিশোর-কিশোরী টাঙ্গাইলের দিকে যাচ্ছিল।  এ সময় সহযোগিতা করতে তাদের এক বন্ধুও মোটরসাইকেলে ছিলেন। রাত ১টার দিকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ওই মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।  এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য