প্রাইমারী স্কুলের শিশুদের টিফিনের ব্যবস্থা করুন। কারন সকাল ৭:৩০মি: থেকে ১০:১৫মি: স্কুল টাইম হলে, একটা ৫+ শিশুর ঘুম থেকে উঠতে হয় ৬:০০টা। স্কুল থেকে বাসার দূরত্ব বুঝে সময় আরো কম বেশি হয়। ধরেন ৬টাতেই উঠলো ঘুম থেকে। এই শিক্ষার্থীর স্কুলের আসার প্রস্তুতির সময় ১ঘন্টা। বেশির ভাগই শিক্ষার্থী না খেয়েই স্কুলে আসে। হয় অর্থনৈতিক সমস্যা নয়তো এতো ভোরে খেতে পারে না।
প্রাইমারির শিক্ষার্থীরা এমন পরিবার থেকে আসে, তাদের অভিভাবকরা হয় তরকারির বিক্রেতা, নয়তো কাজের বুয়া(মা) ইত্যাদি কর্মজীবি থাকে।অভিভাবকগন ৯৯% নিরক্ষরই থাকে বললেই চলে। স্কুল থেকে গেলে কখনো ব্যাগই খোলেনা। পড়াশোনার সরঞ্জামতো আনেই না। ওদের জন্য স্কুলে চিরুনি, নেলকাটার, চুলের বেন্ট এনে রাখতে হয়।এদের ঠেলাগাড়ির মতো ঠেলতে ঠেলতে, কোনো ভাবে ৫ম শ্রেণি পর্যন্ত নিলে, ৬ষ্ঠ শ্রেণিতে উঠলেই ঝড়ে ঝায়।বই খাতা কিনে দেয়ার খরচ বহন করতে পারেনা। তখন তাদের অভিভাবকদের ভাবনা থাকে, দোকান পাঠে কাজ করলে অন্তত পেটতো চলবে।৩০ জন শিক্ষার্থী ৫ম শ্রেণিতে থাকলে ৬ষ্ট শ্রেণি পর্যন্ত হাতে গুনা ৫-৬ জন টিকে s.s পর্যন্ত।এদের পরিবার গুলো এমন, এরা ঠিকমত,খাবার, পোশাক, এমনকি ঘুমের পরিবেশ পায়না। পারিবারিক দুর্দশা, হতাশাগ্রস্ত, মানসিক বিপর্যস্ত থাকার কারনে, শ্রেণি কক্ষে মনোনিবেশ হতে পারেনা।
হয়তো কোনোদিন শারিরীক অসুস্থতা, মানসিক বিপর্যস্ততায় থাকলে, শ্রেণি কক্ষে বেশির ভাগই শিক্ষার্থীরা এই পরিস্থিতির সম্মুখীন হয়।এখন কর্মঘন্টা যতই শিক্ষার্থীর উন্নতির জন্য বাড়ানো হয়না কেনো, পেটে খাবার আর পড়াশোনার সরঞ্জাম না থাকলে, আজকের শিশু আগামীদিনের সূর্য না হয়ে, হবে অমাবস্যার চাঁদ।এই চাঁদদের জন্য, যত চাপ আসে শিক্ষকদের উপরে। একজন শিক্ষক ৪৫ মি: পাঠে কতটা দিতে পারে,যদি শিক্ষার্থীর পরিবার থেকে সাপোর্ট না থাকে। আর ৫+ (৪টা পাঠ)থেকে ১০+(৫টা পাঠ) শিশু পরপর দৈনিক পাঠ কয়টা নিতে পারে!
তখন এরা আরো স্কুলমুখী হয়না, এদের দৈনিক কল, নয়তো বাড়ি গিয়ে উপস্থিতির হার বাড়াতে হয়।কিন্তু উন্নতির জন্য ডিপার্টমেন্ট থেকে প্রধান শিক্ষক থাকে চাপে, আর ঝড়ের কবলে পড়ে সহকারী শিক্ষক।এই ঝড় ঝাপটা পেড়িয়ে কোনোভাবে ৫ম শ্রেণি পার করাতে হয়।কেননা ভালো পরিবারে বাচ্চাদের কখনোই প্রাইমারির দরিদ্র পরিবারের বাচ্চাদের সাথে পড়ায় না।
সেটা ১৯ শতকেই পার করেছে। যারা উপরের লেবেলে এসির বাতাসে বসে হাদীস যে শিক্ষকদের শোনান,আপনদের বাচ্চাদের প্রাইভেট স্কুল কেন পড়ান???