লক্ষ্মীপুরে সৌদি প্রবাসী আজাদ হোসেনের ঘর থেকে ২০ লাখ টাকা ও সাড়ে ১৬ ভরি স্বর্ণালংকার নিয়ে উধাও হয়ে যাওয়া স্ত্রীসহ ৩ জনকে গ্রেফতার করেছে র্যাব। তাদের কাছ থেকে প্রবাসীর শিশুকন্যাসহ ৪৫ হাজার টাকা, ২৬.৪১ গ্রাম স্বর্ণ, ২টি মোবাইলফোন সেট ও ৩টি সিমকার্ড উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার দুপুরে র্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক খন্দকার মো. শামিম হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
র্যাব কর্মকর্তা জানান, প্রবাসী আজাদের দায়ের করা ব্যভিচার ও চুরি মামলায় তার স্ত্রীসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। আসামিদের কাছ থেকে উদ্ধার হওয়ায় মোবাইল ফোন ও সিমগুলো তারা ব্যভিচার কাজে ব্যবহার করত। আসামিদের লক্ষ্মীপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
গ্রেফতারকৃত অন্যরা হলেন- কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়নের চর জাঙ্গালিয়া গ্রামের মহিন উদ্দিন ও একই উপজেলার চরলরেন্স ইউনিয়নের চরলরেন্স গ্রামের বাসিন্দা আয়েশা বেগম।
পলাতক আসামিরা হলেন- সদর উপজেলার চররুহিতার ইউনিয়নের চরলামচি গ্রামের মুক্তার হোসেন ও দালাল বাজার ইউনিয়নের পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের হাসিনা বেগম।