Monday, August 11, 2025
Homeবাংলাদেশপ্রতি ইউনিট বিদ্যুতের দাম বাড়ছে ১৯ পয়সা

প্রতি ইউনিট বিদ্যুতের দাম বাড়ছে ১৯ পয়সা

গ্রাহক পর্যায়ে বাড়ছে বিদ্যুতের দাম। এবার খুচরা পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ১৯ পয়সা বাড়ানো হচ্ছে বলে জানা গেছে।

আজ বৃহস্পতিবার সরকারের এক নির্বাহী আদেশে এ দাম বাড়ানো হতে পারে। ১ জানুয়ারি থেকে নতুন এ দাম কার্যকর করা হবে। আজ সন্ধ্যায় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে।

এর আগে গত ৮ জানুয়ারি রাজধানীর বিয়াম মিলনায়তনে বিদ্যুতের সঞ্চালন সংস্থা ও বিতরণ কোম্পানিগুলোর প্রস্তাবের ওপর গণশুনানি করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। গণশুনানি শেষে বিইআরসির কারিগরি কমিটি বিদ্যুতের দাম ইউনিটপ্রতি ১ টাকা ২১ পয়সা বাড়ানোর সুপারিশ করে।

গণশুনানিতে বিইআরসি চেয়ারম্যান মো. আব্দুল জলিল ও চারজন সদস্য উপস্থিত ছিলেন। এতে আগ্রহী পক্ষগুলো নিজ নিজ প্রস্তাবের পক্ষে যুক্তি তুলে ধরেন।

গত বছরের নভেম্বরে পাইকারি পর্যায়ে দাম বাড়ানো হয়। সে ঘোষণার পরই খুচরা পর্যায়েও দাম বাড়ানোর আবেদন করে বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলো। সেসব আবেদন কারিগরি কমিটিতে মূল্যায়ন শেষে তা গণশুনানিতে আসে। ভর্তুকি কমাতে গত ২১ নভেম্বর পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম ১৯ দশমিক ৯২ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত জানায় নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি।

সর্বশেষ ২০২০ সালের ফেব্রুয়ারিতে সব পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানো হয়। সেসময় পাইকারি পর্যায়ে দাম ৮ দশমিক ৪ শতাংশ দাম বাড়ানো হয়, আর খুচরা পর্যায়ে বাড়ানো হয় ৫ দশমিক ৩ শতাংশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য