Tuesday, October 14, 2025
Homeঅপরাধপ্রতিবন্ধী তরুণী ধর্ষণ- অন্তঃসত্ত্বা, বহিষ্কৃত বিএনপি নেতা গ্রেপ্তার 

প্রতিবন্ধী তরুণী ধর্ষণ- অন্তঃসত্ত্বা, বহিষ্কৃত বিএনপি নেতা গ্রেপ্তার 

টাঙ্গাইল প্রতিনিধিঃ 

টাঙ্গাইলের কালিহাতীতে বাক ও শ্রবণ প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের ঘটনায় একমাত্র আসামী ইসমাইল হোসেনকে (৫৫) গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার (১৩ অক্টোবর) বিকেলে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়।

রাত ৮টার দিকে র‌্যাব-১৪ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার মেজর কাউছার বাঁধন নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন। গ্রেফতার হওয়া ইসমাইল হোসেন কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের আব্দুল হামিদের ছেলে। তিনি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। ধর্ষণে অভিযুক্ত হওয়ায় শুক্রবার (১০ অক্টোবর) দলে থেকে তাকে বহিষ্কার করা হয়। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। র্যাব কমান্ডার জানান , এ ঘটনায় বৃহস্পতিবার (৯ অক্টোবর) ভুক্তভোগীর বাবা বাদী হয়ে কালিহাতী থানায় মামলা করেন। মামলার পর থেকে ইসমাইল হোসেন আত্মগোপনে চলে যান। সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে দেলদুয়ার উপজেলার ডুবাইল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ধর্ষণের শিকার ওই তরুণী বর্তমানে ছয় মাসের অন্তঃসত্ত্বা বলে। পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে। পুলিশ ও মামলা সূত্র জানায় ওই প্রতিবন্ধী কিশোরী এবং ইসমাইলের বাড়ি পাশাপাশি। গত মার্চ মাসে  ভয়ভীতি দেখিয়ে মেয়েটিকে ধর্ষণ করে ইসমাইল হোসেন। মেয়েটি ভয়ে কিছু বলতে সাহস পায় নি। পরে শারীরিক অবস্থার পরিবর্তন দেখে পরিবারের সদস্যরা অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি বুঝতে পারেন। তারপর লিখে ও ইশারায় ভুক্তভোগী সব ঘটনা খুলে বলে। 

ভুক্তভোগীর মা বাবা বলেন বোবা মেয়েটি এসএসসি পাস করেছে। স্বপ্ন ছিল লেখাপড়া করে বড় হওয়ার। নরপিশাচ মেয়েটার জীবন নষ্ট হয়ে দিল। আমাদের মান সম্মান শেষ করে দিয়েছে। আমরা এর বিচার চাই। ভুক্তভোগীর সহপাঠী এবং এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারাও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। এদিকে কালিহাতী থানার ওসি মাহবুবুর রহমান বলেন রবিবার ভুক্তভোগী মেয়েটির মেডিকেল পরীক্ষা এবং আদালতে জবানবন্দি নেওয়া হয়েছে। মেয়েটি ও পরিবারের নিরাপত্তার জন্য আমাদের সদা নজর রয়েছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য