Wednesday, August 6, 2025
Homeবিনোদনপোশাক নিয়ে সমালোচনার শিকার জয়া আহসান

পোশাক নিয়ে সমালোচনার শিকার জয়া আহসান

এবার পোশাক নিয়ে একশ্রেণির নেটিজেনদের সমালোচনার শিকার হয়েছেন জয়া আহসান। রীতিমতো তাকে পোশাক নিয়ে কটাক্ষ করা হয়েছে।  শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি আপলোড করেন জয়া।

অফ শোল্ডার সাদা পোশাকে, কোঁকড়ানো চুলে জয়াকে সেখানে মোহময়ী দেখালেও পোশাকটি খোলামেলা হওয়ায় অধিকাংশ নেটিজেন কুরুচিকর মন্তব্য করতে থাকেন।  জয়ার পোশাকের ধরন নিয়ে তারা আপত্তি জানান। তার বয়স নিয়ে বিরূপ মন্তব্য করতে দেখা যায় অনেককে।

আলাউদ্দিন আদর নামে একজন লিখেছেন, ‘গতকাল ১৮০০ টাকা দিয়ে ১ টা চাদর কিনলাম,তাও শীতের *দনে দাঁড়াতে পারছি না! এই তীব্র শীতে আপনার এলাকা কি উষ্ণ?’

তুষার সরকার নামের একজন লিখেছেন, হে নারী, তুমি তোমার সারা অঙ্গ ঢেকে রাখবা গো নারী, তুমি কেনো অর্ধ উলঙ্গ থাকো গো নারী। তোমার জন্য দোযখ নিশ্চিত।

ফারহানা নামের এক তরুণী লিখেছেন, ‘চোখে জয়ার আগুন জ্বলে…. ❤️ বুঝেছি এটা শাওয়ার নেবার আগের ছবি। একটু গরম পানি দিয়ে করবেন। ঠাণ্ডা লেগে যাবে।’

সানজিদা কবির সাদিয়া নামের একজন লিখেছেন,  ‘এগুলা শরীরে আটকে থাকে কেম্নে🙄পইরা যায়না।’

ইমতিয়াজ খান লিখেছেন, শীতের জামা লাগবে বললেই কিনে দিতাম,এভাবে লোক দেখিয়ে বলা লাগে?আমি কি তোমাকে শপিং করতে টাকা দেইনা?

জাহেদ হাসান নামের একজন লিখেছেন, করোনাকালের রোগ প্রতিরোধের মহা মেডিসিন।এগুলা দেখলে এ্যান্টিবডি তৈরী হয় শরীরে থ্যাংকস বেবী।

এ ধরনের বিভিন্ন মন্তব্যে জয়া মন্তব্য বাক্স ভরে যায়। নারী-পুরুষ উভয় শ্রেণীর ফেসবুক ব্যবহারকারীরাই জয়ার এই ছবিতে নেতিবাচক মন্তব্য করেছেন। পাশপাশি অনেকেই ইতিবাচক মন্তব্যও করেছেন। তবে জয়া এসব বিষয় নিয়ে মাথা ঘামাননি। কোনো মন্তব্যের বিপরীতে কিছু বলেননি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য