Thursday, January 8, 2026
Homeঅপরাধপুলিশের বিশেষ অভিযানে টাঙ্গাইলে ২৪ ঘণ্টায় ৮ জন গ্রেফতার

পুলিশের বিশেষ অভিযানে টাঙ্গাইলে ২৪ ঘণ্টায় ৮ জন গ্রেফতার

টাঙ্গাইল প্রতিনিধিঃ 
টাঙ্গাইল জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারী) সকাল থেকে রবিবার (৪ জানুয়ারী) ভোর পর্যন্ত জেলার ৪টি থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

রবিবার (৪ জানুয়ারী) সকালে জেলা পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারের দপ্তর হতে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীরা হলেন, মোঃ আবুল হোসেন, মোঃ আবু তাহের, জাকারিয়া হোসেন, মোঃ লাল মিয়া, মোঃ চাঁন মিয়া, আজমত আলী, আব্দুল আলীম এবং বারেক হোসেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিরা মির্জাপুর, দেলদুয়ার, ঘাটাইল এবং গোপালপুর থানার বিভিন্ন মামলার এজাহারনামীয় ও সন্দিগ্ধ আসামী। গ্রেফতারকৃত সকল এজাহারনামীয় ও সন্দিগ্ধ আসামীর বিরুদ্ধে অইনানুগ ব্যবস্থা গ্রহল প্রক্রিয়ধীন রয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

টাঙ্গাইলের পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোটকে কেন্দ্র করে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধ নিয়ন্ত্রণ ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ তৎপর রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য