Saturday, December 13, 2025
Homeনির্বাচনপীরজাদা হারুনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন নিপুণ

পীরজাদা হারুনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন নিপুণ

গতকাল রবিবার সংবাদ সম্মেলন করে নির্বাচন কমিশনার পীরজাদা হারুনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন নিপুণ। তিনি বলেছেন, ‘ভোটের দিন সকালে নির্বাচন কমিশনার পীরজাদা হারুন আমার কাছে তার দুই গালে দুটো চুমু খেতে বলেছিলেন। তখনই উনার গালে চড় দিয়ে আমার ইলেকশনটা বন্ধ করে দেওয়া উচিত ছিল।’ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নির্বাচন করে হেরে গেছেন নিপুণ আক্তার।

নিপুণের অভিযোগের জবাবে পীরজাদা হারুন বলেছেন, ‌‘এরকম কোনো ঘটনা ঘটেনি। এটা সত্য নয়। এরকম কোনো ঘটনা প্রকাশ্যে ঘটার কথাও নয়। এটা সে হয়তো হাসির ছলে, ঠাট্টার ছলে বলেছে। এরকম কোনো ঘটনা সেদিন ঘটেনি। ঘটার সুযোগ ছিল না। এরকম ঘটনা ঘটবে কেন? ঘটার সুযোগ নেই, প্রকাশ্যে, জনগণের সামনে। এরকম কথা আমার মুখ দিয়ে আসার কথা না। তার সাথে তো আমার ওই সম্পর্ক না। সে আমার সহকর্মীর মেয়ে। সে আঙ্কেল ডাকে আমাকে। সেখানে তো এটা বলার প্রশ্নই উঠে না।’নিপুণের এমন অভিযোগের কারণে মানহানির মামলা করবেন না বলে জানিয়েছেন পীরজাদা হারুন। তিনি বলেন, ‘আজকে অভিযোগ উঠেছে, কাল এ অভিযোগ নাও থাকতে পারে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য