পাবনায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় আওয়ামী লীগ নেতাসহ তিনজন নিহত হয়েছেন। শনিবার রাত ১২টার দিকে পাবনা-পাকশী সড়কের সদর উপজেলার নাজিরপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী আওয়ামী লীগ নেতা আব্দুর মজিদ শেখ (৫৪) এবং তার বন্ধু ব্যবসায়ী ইকবাল হোসেন (৫৩) মারা যান। এ ছাড়া আটঘরিয়ায় উপজেলার মাজপাড়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী হৃদয় হোসেন (১৮) নামে এক যুবক মারা যান। পাবনা সদর থানার ওসি আমিনুল ইসলাম জানান, নিহতদের লাশ পাবনা জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করা হবে।
নিহত আব্দুল মজিদ শেখ পাবনার বেড়া উপজেলার নাটিয়াবাড়ি মহল্লার মোহাম্মদ শেখের ছেলে। তিনি রাজনারায়ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। নিহত ইকবাল হোসেন পাবনা পৌরসভার কৃষ্ণপুর মহল্লার ইয়াকুব হোসেনের ছেলে এবং হৃদয় হোসেন আটঘরিয়া উপজেলার মাজপাড়া ইউনিয়নের পাড়ামোহন গ্রামের আব্দুর রশিদের ছেলে।


















