Sunday, August 10, 2025
Homeআইন-আদালতনোয়াখালীতে পিস্তল, গুলি ও মাদকদ্রব্যসহ এক মাদক কারবারি গ্রেফতার

নোয়াখালীতে পিস্তল, গুলি ও মাদকদ্রব্যসহ এক মাদক কারবারি গ্রেফতার

নোয়াখালী পৌরসভার জয়কৃষ্ণপুর এলাকায় অভিযান চালিয়ে ওমর ফারুক প্রকাশ সোহান (৩২) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার কাছ থেকে পিস্তল, গুলি ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। গতকাল বুধবার রাত ৯টার দিকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ওমর ফারুক সোহান জয়কৃষ্ণপুর গ্রামের মাহবুবুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, পৌরসভার জয়কৃষ্ণপুর এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি ওমর ফারুক সোহানকে গ্রেফতার করে ডিবি। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, ছয় রাউন্ড গুলি, দুটি কার্তুজ, একটি কিরিচ, ২২ পিস ইয়াবা, এক গ্রাম গাঁজা ও ফেনসিডিলসহ মাদক সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়। জেলা ডিবি পুলিশের ওসি মোহাম্মদ হুসাইন জানান, ওমর ফারুকের বিরুদ্ধে তিনটি মামলা আদালতে বিচারাধীন। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও দুটি মামলা করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য