জাহিদ দুলাল, লালমোহন (ভোলা) প্রতিনিধি:
ভোলার লালমোহন উপজেলার বদরপুর দেবিরচর নুরুন্নবী চৌধুরী মহাবিদ্যালয়ের কমিটির সভাপতি ও লালমোহন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ ফয়সাল তালুকদার কে মিহাবিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকদের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে ।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে মহাবিদ্যালয়ের হল রুমে এ সংবর্ধনা দেয় হয় । সংবর্ধনা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কলেজের নবাগত সভাপতি ফয়সাল তালুকদারের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ শফিকুল ইসলাম বাবুল পাঞ্চায়েত, পৌরসভার বিএনপির আহবায়ক সাদেক মিয়া জান্টু , উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ ফরিদ উদ্দিন, পৌরসভার বিএনপির সদস্য সচিব জাকির এমরান, বদরপুর ইউনিয়ন (উত্তর) বিএনপির সভাপতি সহিদউল্যাহ মেলকার, সাধারন সম্পাদক নেছার উল্যাহ, লালমোহন বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নুর মোহম্মদ, দেবীরচর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বজলুর রহমান, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হারুনসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মী ও কলেজের শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।