Friday, August 1, 2025
Homeঅপরাধনিষিদ্ধ কার্বোফিউরান থাকায় কীটনাশক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

নিষিদ্ধ কার্বোফিউরান থাকায় কীটনাশক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

লালমোহন (ভোলা) প্রতিনিধি:

ভোলার লালমোহনে কীটনাশক ব্যবসায়ীর দোকানে নিষিদ্ধ ঘোষিত কার্বোফিউরান থাকায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে লালমোহন পৌর শহরের হাফিজ উদ্দিন এ্যাভেনিউর সারপট্রি এলাকার মেসার্স রেদোয়ান ট্রেডার্সকে এই জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও লালমোহন উপজেলা নির্বাহী অফিসার মো. শাহ আজিজ।

লালমোহন উপজেলার নির্বাহী অফিসের সূত্রে জানা যায়, লালমোহনে মেসার্স রেদোয়ান টেন্ডার্স নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানকে সরকার কর্তৃক নিষিদ্ধ কার্বোফিউরান কীটনাশক পাওয়া গেছে, পরবর্তীতে তারা অভিযান পরিচালনা করা হয়, এ অপরাধে প্রতিষ্ঠানটির মালিক  মো. মাকসুদুর রহমান কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে এ ধরণের আইন অমান্যকারী কার্যকলাপ না করার ব্যাপারে সতর্ক করা হয়।

এ-সময় আরো উপস্থিত ছিলেন লালমোহন উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার মোঃ আহসানুল্লাহ, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ রকিবুল হাসান লিটন, উপসহকারী কৃষি কর্মকর্তা হাসনাইন তালুকদার, লালমোহন থানা পুলিশের সদস্যসহ আরো অনেকেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য