Saturday, August 2, 2025
Homeদেশগ্রামনির্বাচন বিলম্বিত করার চেষ্টা মানে  ফ্যাসিবাদের প্রেতাত্মাদের সহযোগিতা করা- টুকু

নির্বাচন বিলম্বিত করার চেষ্টা মানে  ফ্যাসিবাদের প্রেতাত্মাদের সহযোগিতা করা- টুকু

টাঙ্গাইল প্রতিনিধিঃ

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচার সরকারের পতন হয়েছে। আজকে দেশের নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র চলছে। যারা নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছেন তারা ফ্যাসিবাদের প্রেতাত্মাদের সহযোগিতা করছেন। 

সোমবার দুপুরে টাঙ্গাইল শহরের একটি কমিউনিটি সেন্টারে বীর মুক্তিযোদ্ধা হাবিবুর খান বেনুর স্মরণসভায় এসব কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, ফ্যাসিবাদের প্রেতাত্মারা বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে আছে। তারা দেশকে অস্থিতিশীল করে ঘোলাপানিতে মাছ শিকারের চেষ্টায় লিপ্ত রয়েছে। কাজেই নির্বাচনের রোড ম্যাপ যত তাড়াতাড়ি  ঘোষণা করা হবে ততই দেশের জন্য মঙ্গল হবে।

 তিনি সম্প্রতি শিশু আছিয়া ধর্ষণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন,অন্তবর্তী সরকার আইন শৃঙ্খলা পরিস্থিত নিয়ন্ত্রণ করতে পারছেনা। নির্বাচিত সরকার ছাড়া আইন শৃঙ্খলা পরিসিস্থতি নিয়ন্ত্রণ সম্ভব নয়। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম।  সভাপতিত্ব করেন হাবিবুল হক খান বেনু স্মৃতি সংসদের সভাপতি মাহমুদুল হক সানু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য