শনিবার (৯ আগস্ট) রাজধানীর নিউমার্কেট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ১০০টি ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। এসব অস্ত্র বিক্রি ও সরবরাহের সঙ্গে জড়িত ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের ‘ডেয়ারিং টাইগার্স’ ইউনিটের সদস্যরা এই অভিযান পরিচালনা করে।
সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ আর্মি ক্যাম্পে শনিবার রাতে এক সংবাদ সম্মেলনে ইউনিটের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিম জানান, এসব অস্ত্র সন্ত্রাসীদের কাছে বিক্রি, ভাড়া এবং এমনকি হোম ডেলিভারির মাধ্যমে সরবরাহ করা হচ্ছিল। তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তিনটি দোকান ও কয়েকটি গুদামে তল্লাশি চালিয়ে সামুরাই ছুরি, চাপাতিসহ অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, রাজধানীর একটি নির্দিষ্ট স্থান থেকে এসব সামুরাই অস্ত্রের সরবরাহ হতো। গত কয়েক মাস ধরে সেগুলো ব্যাপকভাবে মজুত ছিল এবং কিশোর গ্যাং, ছিনতাই ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে ব্যবহৃত হচ্ছিল।
উদ্ধারকৃত অস্ত্রগুলো গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। পাশাপাশি ব্যবসায়ীদের সঙ্গে অপরাধীদের কোনো যোগসাজশ আছে কিনা, তা খতিয়ে দেখা হবে। সেনাবাহিনী ব্যবসায়ীদের সতর্ক করে বলেছে, গৃহস্থালি কাজে ব্যবহারের বাইরের এ ধরনের অস্ত্র বিক্রি থেকে বিরত থাকতে হবে।
জনগণকে অনুরোধ জানানো হয়েছে, আশপাশে অবৈধ অস্ত্রের ব্যবসা দেখলে দ্রুত নিকটস্থ সেনা ক্যাম্পে খবর দিতে। সেনাবাহিনী জানিয়েছে, দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় তারা কঠোর অবস্থানে রয়েছে এবং দুষ্কৃতিকারীদের কোনোভাবেই অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে দেবে না।