টাঙ্গাইল প্রতিনিধি
নাশকতা মামলায় টাঙ্গাইলের মধুপুরে আওয়ামী লীগ-ছাত্রলীগের চার নেতাকে গ্রেফতার করেছে র্যাব-১৪। শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মধুপুর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক প্রদীপ দেবনাথ (৭০), আউশনারা ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বর্তমান মেম্বর শাহজাহান (৫০), বেরীবাইদ ইউপির ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম (৩৫) ও ছাত্রলীগের সদস্য সানি মিয়া (২৫)।
প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে র্যাব জানায়, গত ০৪ আগস্ট মধুপুর শহীদ স্মৃতি স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণ হইতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধুপুর শাখার সমন্বয়কদের নেতৃত্বে সরকার পতনের একদফা দাবিতে ২০০/৩০০ জন ছাত্রের সমন্বয়ে এক শান্তিপূর্ণ মিছিল বের হয়। ওই মিছিলে বাদীর পুত্র সাইফুল ইসলাম সৈকত (১৭) অংশগ্রহণ করে। মিছিলে এজাহারনামীয় আসামীগণসহ অজ্ঞাতনামা আরো ৩০০/৪০০ জন আসামি দেশীয় অস্ত্রসস্ত্রসহ অতর্কিতভাবে ছাত্রদের উপর হামলা করে। এতে মিছিলে অংশগ্রহনকারী মামলার বাদী পুত্রসহ অন্যান্য সদস্য গুরুতর আহত হয়। ওই ঘটনায় আনোয়ার হোসেন (৩৮) বাদী হয়ে মধুপুর থানায় একটি নাশকতা মামলা দায়ের করেন।
একই দিন মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে বাদীসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধুপুর শাখার সমন্বয়কদের নেতৃত্বে সরকার পতনের একদফা দাবীতে ৪০০/৫০০ জন ছাত্রের সমন্বয়ে এক শান্তিপূর্ণ মিছিল বের হয়। গণমিছিলে ধৃত আসামীসহ এজাহারনামীয় আসামীগণ আন্দোলনরত ছাত্র-জনতার উপর দেশীয় অস্ত্রশস্ত্রসহ হামলা করে। এতে মিছিলে অংশগ্রহনকারী মামলার বাদী জাহিদ হাসান (২৪) সহ বেশ কিছু সদস্য গুরুতর আহত হয়। এ ঘটনায় জাহিদ হাসান (২৪) বাদী হয়ে মধুপুর থানায় একটি নাশকতা মামলা দায়ের করেন। মামলা রুজুর পর র্যাব-১৪, সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্প ছায়াতদন্ত শুরু করেন এবং জড়িতদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে কার্যক্রম শুরু করে। এরই ধারাবাহিকতায়, র্যাব-১৪, সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্পের একটি আভিযানিক দল, মধুপুর থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদরকে গ্রেফতার করতে সক্ষম হন। আরও জানায়, গ্রেফতারকৃত আসামীদেরকে মধুপুর থানায় হস্তান্তর করা হয়েছে।