Sunday, August 10, 2025
Homeধর্ষণনারায়ণগঞ্জে স্কুলছাত্রীকে গণধর্ষণের অভিযোগে ৪জন গ্রেফতার

নারায়ণগঞ্জে স্কুলছাত্রীকে গণধর্ষণের অভিযোগে ৪জন গ্রেফতার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃহস্পতিবার নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে গণধর্ষণের অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় বৃহস্পতিবার ভুক্তভোগীর বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। গ্রেফতার ধর্ষকরা হলেন— নাঈম (১৯), যুবরাজ (১৯), দিপু (২০) ও পিয়াস (২০)। পুলিশ জানায়, হত ২৯ জুন রাত সাড়ে ৮টায় সিদ্ধিরগঞ্জের ৮নং ওয়ার্ডের গোদনাইল তাঁতখানা সৈয়দপুর এলাকার রোহানের দ্বিতীয় তলা বাড়ির ছাদে এ ঘটনা ঘটায় অভিযুক্তরা। 

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান জানান, গত ২৯ জুন ঘটনার পর বুধবার রাতে সিদ্ধিরগঞ্জ থানায় এ বিষয়ে একটি অভিযোগ করলে রাতেই পুলিশ অভিযুক্ত চারজনকে বিভিন্ন স্থান থেকে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে। 

ওসি আরও জানান, ধর্ষণের শিকার কিশোরীর সঙ্গে গ্রেফতার নাঈমের প্রেমের সম্পর্ক ছিল বলে জানা গেছে। তারই সূত্র ধরে তাকে ডেনে এনে গণধর্ষণ করে অভিযুক্তরা। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য