Saturday, August 2, 2025
Homeদূর্ঘটনানারায়ণগঞ্জের ফতুল্লায় দক্ষিণ সস্তাপুরে একটি ঝুটের গোডাউনে আগুন

নারায়ণগঞ্জের ফতুল্লায় দক্ষিণ সস্তাপুরে একটি ঝুটের গোডাউনে আগুন

নারায়ণগঞ্জের ফতুল্লায় দক্ষিণ সস্তাপুর আবাসিক এলাকায় বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে একটি ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। সকাল সাড়ে ৭টায় আগুন নিয়ন্ত্রনে আনা হয়। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, দুই ঘণ্টা সময় লেগেছে আগুন নিয়ন্ত্রণ করতে। এতে কেউ হতাহত হয়নি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে পরে জানানো হবে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ দুলু মিয়া তিনি, হঠাৎ গোডাউন থেকে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। এতে মুহুর্তের মধ্যে সব পুড়ে ছাই হয়েগেছে। আমরা সাতজন এ গোডাউনে গার্মেন্টের ঝুট রেখে ব্যবসা করি। আমাদের সবার প্রায় কয়েক কোটি টাকার ঝুট ছিলো। এখন গোডাউনের পোড়া টিন ছাড়া কিছুই নেই। এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় লিংক রোডের উভয় দিকে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিলো। ফলে দুরপাল্লার যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য